Purchase!

তিতা কথা

মানুষ তো সরল রেখা না। সে সব সময় সরল পথে চলে না, সরল কথা বলেও না। প্রচলিত ধারণা জ্ঞানী-গুণি-মহৎ মানুষেরা সব সময় ভালো ভালো কথা বলেছেন। বাণী চিরন্তনী কিংবা যে কোন উদ্ধৃতি সংকলনেই নানা মুনীর উৎকৃষ্ট সব কথায় ভরপুর পৃষ্ঠা দেখি। কিন্তু তিনারাও মানুষ। রাগে-ক্ষোভে-রসিকতায় তারাও অনেক কড়া কিংবা তিতা কথা বলেছেন। সেই সব বাঁকা কথার মধ্যে তিক্ততা থাকে, রসিকতা থাকে, থাকে লুকানো প্রজ্ঞাও। মৌমাছির কামড়ের ঝুঁকি নিয়েই মৌ খাওয়া যায়। তিতার মধ্যেও ভাইটামিন আছে। এইসব মাথায় রেখেই এই বই। সম্ভবত বাংলা ভাষায় এমন তিতা কথায় ভরা বই আর নেই। সেইদিক থেকে এটি প্রথম প্রয়াস, কিছু দুর্বল, তবে শুরুটা করা গেলো এটাই আশার কথা।
By মুম রহমান
Category: উদ্ধৃতি
Paperback
Ebook
Buy from other retailers
About তিতা কথা
তিতা কথন কৈফিয়ৎ
মানুষ তো সরল রেখা না। সে সব সময় সরল পথে চলে না, সরল কথা বলেও না। প্রচলিত ধারণা জ্ঞানী-গুণি-মহৎ মানুষেরা সব সময় ভালো ভালো কথা বলেছেন। বাণী চিরন্তনী কিংবা যে কোন উদ্ধৃতি সংকলনেই নানা মুনীর উৎকৃষ্ট সব কথায় ভরপুর পৃষ্ঠা দেখি। কিন্তু তিনারাও মানুষ। রাগে-ক্ষোভে-রসিকতায় তারাও অনেক কড়া কিংবা তিতা কথা বলেছেন। সেই সব বাঁকা কথার মধ্যে তিক্ততা থাকে, রসিকতা থাকে, থাকে লুকানো প্রজ্ঞাও। মৌমাছির কামড়ের ঝুঁকি নিয়েই মৌ খাওয়া যায়। তিতার মধ্যেও ভাইটামিন আছে। এইসব মাথায় রেখেই এই বই। সম্ভবত বাংলা ভাষায় এমন তিতা কথায় ভরা বই আর নেই। সেইদিক থেকে এটি প্রথম প্রয়াস, কিছু দুর্বল, তবে শুরুটা করা গেলো এটাই আশার কথা।

গোলাম আজম (নাকি আযম) মরে গেলেও আমরা বলি, আহা মানুষটা ভালো ছিলো, এই তো গেলো মাসেও আমার সাথে... এই তো সেদিন বলছিলেন...। এইসব বলার মধ্যে মানবিক গুণ হয়তো আছে। তবে সব সময় তা সত্যাচার হয় না। জীবিত অথবা মৃত সকল অবস্থাতেই মনে রাখা উচিত ভাল-মন্দ, সুখ-দুঃখ মিলিয়েই মানুষ। অতএব একচেটিয়া মহান বলেও কেউ নেই। প্রবাদে যথার্থই বলা আছে জীবন ফুলের বিছানা না। তেমনি জ্ঞানীদেরকে একচেটিয়া ভাল কথার মানুষ ভাবারও কিছু নেই।

এইখানে কিছু তিতা কথা বা কটু কথা তুলে ধরা হলো। Colin M Jarman -এর Poisonous Quotes বইটি এক্ষেত্রে ব্যাপক অণুপ্রেরণা হিসাবে কাজ করেছে। এখানের অনেক উক্তিই আপাতত বিষাক্ত মনে হলেও অনেক ক্ষেত্রে দারূণ সরস, কখনো বা নির্মম সত্য। নির্মম-সরস, সত্য-মিথ্যা যাই হোক না কেন মূদ্রার এপিঠ ওপিঠের মতো সবকিছুই আমাদের দরকার। পৃথিবীর সবচেয়ে ভয়ংকর বিষগুলো তো ক্ষেত্র বিশেষে ভীষণ রকমের জরুরি ওষুধ।
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use